মঙ্গলবার ভোর ৫:১৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

নড়াইল নবজাতক উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 18 December, 2018.

স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইল সদর উপজেলার নিধুখোলা গ্রামের একটি বাগানে এক নবজাতককে (মেয়ে) ফেলে গেছে তার স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে।

১৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদরের নিধুখোলা গ্রামের পাকা রাস্তা থেকে ৩শ’ গজ দূরে কাপড়ে পেঁচানো শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তারাই শিশুটির দেখাশোনা করছেন।

স্থানীয়রা জানান, একজন পুরুষ ও একজন নারী একটি মোটরসাইকেলে করে এসে শিশুটিকে এই বাগানে ফেলে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম বলেন, একটি শিশুর কান্না শুনতে পেয়ে বাগানের ভেতরে গিয়ে দেখি কাপড়ে পেঁচানো একটি শিশু পড়ে রয়েছে তখনও নাড়ি কাটা হয়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শরীর থেকে নাড়ি কেটে দেয় আগুনের সেক দেই।

ইউপি সদস্য মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকটিকে নড়াইল সদর সাহপাতালে পাঠানো হয়েছে।