মঙ্গলবার ভোর ৫:০৫, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 19 December, 2018.

স্টাফ রিপোর্টার ফতুল্লা: নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে।

১৯ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লায় হকবাজার এলাকার চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০)। এছাড়া বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা (২৭), তার ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র (৪০)।

 

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এভরিনিউজকে জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।