সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক রিপোর্ট: সিরিয়া থেকে পুরো সৈন্য বাহিনী সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
একজন কর্মকর্তা, সিএনএনকে বলেন, প্রত্যাহারের পরিকল্পনাটি হবে ‘সম্পূর্ণ’ এবং ‘দ্রুত’।
মঙ্গলবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠি পরাজিত হয়েছে। এবং সিরিয়ায় সেনা পাঠানোর পেছনে এটিই ছিলো আমার একমাত্র উদ্দেশ্য।’
সিরিয়া মোতায়েনকৃত প্রায় ২ হাজার মার্কিন সৈন্য সেখান থেকে আইএস উৎখাতে সাহায্য করেছিলো। তবে এখনও ছোট ছোট এলাকায় আইএস এর উপস্থিতি রয়ে গেছে।
এর আগে মনে করা হয়েছিলো, আইএসের পুনরায় উত্থান ঠেকাতে অনেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও কিছুদিন সিরিয়ায় সৈন্য রাখতে চেয়েছিলেন। নতুন এ সিদ্ধান্তে তা নাকচ হয়ে গেলো।
২০১১ সালে আরব বসন্ত শুরুর পর সিরিয়ার ক্ষমতাসীন শিয়া আসাদ সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৪ সালে বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় আন্তর্জাতিক সৈন্য জোট গড়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের বছর আসাদ সরকারের সমর্থনে বিমান হামলা চালিয়ে যুদ্ধ অংশ নেয় রাশিয়া।
প্রায় ৮ বছরের এ যুদ্ধে ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। আহতের সংখ্যা ৩০ লাখেরও বেশি। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কয়েক কোটি সিরিয়ান শরণার্থী।