বড়লেখা ৮ নেতাকর্মী কারাগারে
স্টাফ রিপোর্টার বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি ও খেলাফত মজলিশের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরমধ্যে বুধবার রাতে ২ জনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। অপর ৬ নেতাকর্মী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।এনিয়ে গত দু’দিনে খেলাফত মজলিশ ও বিএনপির ১৪ জননেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। বুধবার রাতে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেনবড়লেখা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক রহিম বক্ত মুসা ওবর্নি ইউপি খেলাফত মজলিসের নেতা হেলাল উদ্দিন। এদিকেবৃহস্পতিবার আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনপ্রার্থনা করেন উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কাঠালতলীএলাকার বিএনপির ৬ নেতাকর্মী খালেদ আহমদ, সুজন মিয়া,সাব্বির আহমদ, হাশিম আলী, সাহাব উদ্দিন ও রাহিনআহমদ। বিজ্ঞ আদালত তাদের জামিন না দিয়ে কারাগারেপাঠানোর নির্দেশ দিয়েছেন।থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, পৃথক মামলায় গ্রেফতার ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোহয়েছে। এছাড়া অপর একটি মামলার এজাহার নামীয় ৬ আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিজ্ঞ আদালততাদেরকে কারাগারে পাঠিয়েছেন।