মঙ্গলবার ভোর ৫:২০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ডিমলায় জাতীয় পার্টির ভুয়া প্রার্থী গ্রেফতার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 21 December, 2018.

স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় মনোনয়ন দাখিল না করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ও নিজের ছবি দিয়ে প্রচারণা চালানোর অভিযোগে পিয়ারুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

পিয়ারুল ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জাতীয় পাটির এরশাদ মনোনীত প্রার্থী দাবি করে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছিলেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। মনোনয়ন দাখিল না করে ও ভুয়া প্রার্থী সেজে এলাকাবাসী ও জাতীয় পার্টির সঙ্গে প্রতারণা করার অভিযোগে পিয়ারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু নীলফামারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে লিখিতভাবে অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে পিয়ারুলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন বাদী হয়ে রাতে ডিমলা থানায় মামলা দায়ের করেন।

ডিমলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে ২১ ডিসেম্বর শুক্রবার দুপুরের মধ্যে কারাগারে পাঠানো হবে।