ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত ১
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
21 December, 2018.
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন।
২১ ডিসেম্বর শুক্রবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার এভরিনিউজকে জানান, ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু এবং চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।