মঙ্গলবার ভোর ৫:৫০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

লৌহজং সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 21 December, 2018.

স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুলের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার প্রতাপ গ্রামে। তিনি লৌহজং উপজেলার শফিক পোস্ট মাস্টারের আলু চাষের কাজে এখানে এসেছিলেন বলে জানা গেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির এভরিনিউজকে জানান, ওই মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে মাহিন্দ্রা গাড়ির নিজে চাপা পড়ে বাবুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।