আইসিইউতে টেলি সামাদ
বিনোদন রিপোর্ট: বড় পর্দার নন্দিত অভিনেতা টেলি সামাদ গুরুত্ব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ এভরিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার হঠাৎ করে বাবার শরীরের অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে। যার ফলে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিলো। তাই চিকিৎসকের পরামর্শে বাবাকে আইসিইউতে রাখা হয়েছে।
এখন পর্যন্ত বাবার অবস্থার কোন উন্নতি হয়নি। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, যোগ করেন তিনি।
কয়েক সপ্তাহ আগে বুকে ইনফেকশন নিয়ে টেলি সামাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯ ডিসেম্বর বুধবার তাকে বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় টেলি সামাদের জন্ম। ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় খ্যাতিমান এই অভিনেতার অভিষেক ঘটে।
এখন পর্যন্ত চার দশকে প্রায় ৬০০ সিনেমায় অভিনয় করেছেন টেলি সামাদ। অভিনয় করেছেন নন্দিত ও বহু কালজয়ী সিনেমায়। তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে-‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘নতুন বউ’, ‘মাটির ঘর’, ‘নাগরদোলা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘অশিক্ষিত’, ‘সুজন সখী’, ‘ভাত দে’।