আ’লীগে যোগ দিলেন বিএনপির অর্ধ সহস্রাধিক নেতাকর্মী
স্টাফ রিপোর্টার ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহম্মদ মুজিবুর রহমান মাঝির নেতৃত্বে অর্ধ সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
২২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড়ে একটি পথসভায় ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝি ৮নং সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। যোগদানকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা মোহম্মদ জুলফিকার আলি, মোহম্মদ মাজহারুল ইসলাম হিরন, মোহম্মদ ওয়াজেদ আলি হাওলাদার, হাবিবুর রহমান খোন্দকার, আবদুর রব, ব্যবসায়ী মোহম্মদ হারুন অর রশিদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মোহম্মদ ইউনুচ লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার প্রমুখ।