সোমবার সন্ধ্যা ৬:৩৭, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

এরশাদ দেশে ফিরছেন

বিভাগ রাজনীতি, 27 December, 2018.

ঢাকা ব্যুরো: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টার পরে আমাদের চেয়ারম্যানকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বের হয়ে এলে নেতা-কর্মীরা তাকে স্বাগত জান‍ান।

এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও হুসেইন মুহম্মদ এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।

বিমান বন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান তার বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

দলীয় সূত্র বলছে, নিয়মিত মেডিকেল চেকআপ করাতেই সিঙ্গাপুর গিয়েছিলেন এইচএম এরশাদ।

এর আগে ১০ ডিসেম্বর তিনি সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর যাওয়ার আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন।