সোমবার সন্ধ্যা ৭:১৫, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

মৌলভীবাজার-১ চলছে শেষ মূহুর্তের প্রচারনা নৌকা

বিভাগ রাজনীতি, 27 December, 2018.

সালিকুর রহমান সাজু, মৌলভীবাজার: গনিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দু’দিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারে সরব বড়লেখা ও জুড়ীর সর্বত্র। ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিনকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সারা বড়লেখা ও জুড়ীতে চলছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ। বড়লেখা ও জুড়ী উপজেলার পাড়া-মহল্লা, রেস্টুরেন্ট ও চায়ের দোকানসহ সর্বত্র এখন চলছে নির্বাচনী আলোচনা।

বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে মৌলভীবাজার-১ আসন। নির্বাচনী লড়াইয়ে এ আসনে ৪ জন প্রার্থী লড়ছেন। আছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিন, বিএনপি মনোনিত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, সতন্ত্র প্রার্থী আহমেদ রিয়াজ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী মোঃ গিয়াস উ্িদ্দন। নির্বাচন গনিয়ে আসায় শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা। দু’উপজেলায় চলছে ক্ষমতাশীন দলটির নির্বাচনি গণসংযোগের কাজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে বড়লেখা ও জুড়ীতে চলছে শেষ মুহুর্তের গণসংযোগ। বড়লেখা ও জুড়ীর সর্বত্র এখন নৌকা, নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠছে। সেই সঙ্গে ভোটারদের হাতে দলের লিফলেট ধরিয়ে দিয়ে ভোট প্রার্থনা করছেন নেতাকর্মীরা। তুলে ধরছেন বিগত ১০ বছরের সরকারের নানামুখী উন্নয়ন। উন্নয়নের জন্য নৌকায় ভোট চাই।

সরেজমিনে দেখা যায় গত কয়েকদিন ধরে বড়লেখা ও জুড়ীর বিভিন্ন জায়গায়, শাহবাজপুর, তালিমপুর, দাসেরবাজার, রতুলী, দক্ষিনভাগসহ বড়লেখা ও জুড়ী উপজেলার সর্বত্র চলছে নৌকার জয়গান ‘উন্নয়নের মার্কা নৌকা’ এবং ‘নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত হচ্ছে দু’উপজেলার সর্বত্র ।
নেতাকর্মীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন। গণসংযোগস্থলে উপস্থিত থাকেন, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতা, যুবলীগ,ছাত্রলীগ সহ অন্য নেতাকর্মীরা।
গণসংযোগস্থলে নেতারা ভোটারদের বলছেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে সহযোগিতা করুন। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন।

নির্বাচনের প্রচারণা প্রসঙ্গে উপজেলার ১০ নং দক্ষিনভাগ আওয়ামী লীগের সভাপতি ছমির উদ্দিন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। ত্রিশ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
যুবলীগ নেতা জালাল আহমদ বলেন, উন্নয়নের জন্য নৌকায় ভোট চাই।