সোমবার দুপুর ২:৫৬, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

বিভাগ খেলা, 11 January, 2019.

স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১ জানুয়ারি  শুক্রবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।

রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে আছেন টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইল, আলেক্স হেলস, শেলডন কটরেল, রাইলি রুশো, ওশান টমাস, রবি বোপারা, বেনি হাওয়েল ও শন উইলিয়ামসরা। আছেন মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ফরহাদ রেজার মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটার।

আর ঢাকার নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন দেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান, রনি তালুকদার, রুবেল হোসেন, শুভাগত হোম। বিদেশিদের মধ্যে আছেন সুনীল নারিন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও আফগান তরুণ তুর্কি হযরতুল্লাহ জাজাই।