সোমবার দুপুর ২:১৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন

বিভাগ আইন ও বিচার, 23 January, 2019.

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: দীর্ঘ নয় বছর আইনি লড়াই শেষে কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২৩ জানুয়ারি বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পরশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

দণ্ডিত মঞ্জুরুল ইসলাম আনসারী উপজেলার প্রাগপুর গ্রামের আব্দুল গণি আনসারীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, ২০১০ সালের ১৫ মে দৗলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে ওই বছরের ৭ অগাস্ট পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ নয় বছর পর সেই ধর্ষণের বিচার পাওয়ায় ভুক্তভোগীরা আনন্দিত হয়েছেন। তবে আসামি পলাতক থাকায় তাকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের দাবি তাদের।