দুর্গাপুর হত্যা মামলায় ৪ জন যাবজ্জীবন
বিভাগ আইন ও বিচার,
19 February, 2019.
স্টাফ রিপোর্টার নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কৃষক মাওলানা শহীদ হত্যা মামলায় অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই রায়ে তাদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
একই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।