সোমবার বিকাল ৩:০৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিভাগ ফিচার, 21 February, 2019.

ঢাকা ব্যুরো: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে এভরিনিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার। ০৯ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬১৩-মস্কোর যাজকের পুত্র মিখাইল রোমানভ রাশিয়ার জার নির্বাচিত হন।
১৮৪৮-কার্ল মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন।
১৯০১-কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯২০-বৃটেনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপকামী নীতির অব্যাহত ধারায় রেজা খান নামের একজন নিচু পর্যায়ের সেনার নেতৃত্বে ইরানে সেনা-অভ্যুত্থান ঘটানো হয়।
১৯৪৬-মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৫২-ব্রিটেনে পরিচয়পত্র বিলুপ্ত হয়।
১৯৫২-মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত অবস্থায় আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বারসহ অনেকে শহীদ হন। পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্মমভাবে গুলি চালায় বাংলার জনগণের উপর। ফুঁসে ওঠে গোটা দেশ।
২০০০-বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

জন্ম
১৮৯৫-হেনরিক ডাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী।
১৯০০-মেডেলিন রেনাউদ, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
১৯৩০-গোবিন্দ হালদার, তিনি ছিলেন বাঙালি গীতিকার।
১৯২৯-জেমস ব্যাক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
১৯৭০-মাইকেল স্লেটার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

মৃত্যু
১৬৭৭-বারুক স্পিনোজা, তিনি ছিলেন একজন ওলন্দাজ দার্শনিক।
১৯১৯-জার্মানির মিউনিখে বেভারিয়ান প্রধানমন্ত্রীর কূট রিজানার আততায়ীর হাতে নিহত হন।
১৯৫৮-ডানকান এডওয়ার্ডস, তিনি ছিলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৬৫-জাতীয়তাবাদী নিগ্রো নেতা ম্যালকম নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৬৮-মৃত্যুবরণ করেন স্যার হাওয়ার্ড ফ্লোরি, তিনি ছিলেন নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
১৯৮৪-মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক।