সোমবার দুপুর ২:৪৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জ মাদক বিক্রেতাকে কারাদণ্ড

বিভাগ আইন ও বিচার, 25 February, 2019.

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ: মানিকগঞ্জে মো. আল-আমিন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আল-আমিন মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ওই রায় দেন।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম এভরিনিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত রয়েছে আল-আমিন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাশড়া এলাকার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম তাকে তিন মাসের কারাদণ্ড দেন।