বাহরাইনে লড়াই করে হারলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট: শক্তিমত্তার দিক থেকে দুই দলের ব্যবধান অনেক। ফিফার ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৯২, সেখানে বাহরাইনের অবস্থান ১১১। খেলায় অবশ্য র্যাঙ্কিংয়ের প্রভাব খুব একটা দেখা যায়নি। বরং স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে গেলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
শুক্রবার রাতে বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের যুবারা। ম্যাচের একমাত্র গোলটি আসে ২১ মিনিটে। বাকি সময় অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেননি জেমি ডে’র শিষ্যরা।
তবে গোল খেলেও খেলায় ঠিকই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন মাশুক মিয়া জনি, জিকোরা। বিশেষ করে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কথা না বললেই নয়। স্বাগতিকদের গোল ব্যবধান বাড়াতে দেননি তিনি।
এদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে আর তৃতীয় ম্যাচ (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে।
১১ গ্রুপের এই বাছাইপর্ব শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও ৪ রানার্সআপ দল ও আসরের আয়োজক থাইল্যান্ড খেলবে মূল পর্বে।
আগামী বছর ৮ জানুয়ারি থেকে শুরু হবে মূল পর্ব, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ওই আসরের শীর্ষ তিন দল পাবে টোকিও অলিম্পিকের টিকিট।