সোমবার সন্ধ্যা ৬:৩৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিভাগ অর্থনীতি, 25 May, 2019.

স্টাফ রিপোর্টার পঞ্চগড়: দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে  শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয় জানায়, পঞ্চগড় থেকে ঢাকা এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। কমলাপুরে পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার রাত ১২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। পঞ্চগড় টু ঢাকা এই নতুন ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বতীপুর যাত্রা বিরতি দিয়ে সোজা ঢাকার বিমানবন্দর স্টেশন হয়ে কমলাপুর স্টেশনে থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি।