আশুগঞ্জে যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবলীগের নবগঠিত কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে উপজেলা যুবলীগের দুই গ্রুপ। ২৭ জুলাই শনিবার দুপুরে উপজেলার আশুগঞ্জ গোলচত্ত্বর ও উপজেলার হাইওয়ে রেস্তোরা উজান ভাটির সামনে পৃথক দুইটি কর্মসূচি পালন করে যুবলীগ নেতারা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কর্মসূচি নিয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় পুলিশ।
শনিবার দুপুরে যুবলীগের নতুন কমিটির আহ্বায়ক মো. সাইফুর রহমান মনির নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় হাইওয়ে রেস্তোরা উজান ভাটির সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তৃতা করেন নতুন কমিটির আহবায়ক মো. সাইফুর রহমান মনি, যুগ্ম-আহবায়ক আতাউর রহমান কবির শেখ মো. দাউদ (অপি), মতিউর রহমান সরকার ও শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে একই সময়ে উপজেলা যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে গোলচত্ত্বরে নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. জিয়াউদ্দিন খন্দকার, যুগ্ম-আহ্বায়ক শাহীন আলম বকসীসহ যুবলীগের বিভিন্ন নেতাকর্মী বক্তৃতা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে মো. জিয়াউদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও মো. শাহিন আলম বকশীকে যুগ্ম-আহ্বায়ক করে একটি কমিটির অনুমোদন করা হয়। এই কমিটির মেয়াদ তিন মাস ছিল। তবে ৪ বছর পেরিয়ে গেলেও তারা সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অভিযোগের কারণে কেন্দ্রিয় নির্দেশে পুরাতন কমিটি বিলুপ্ত করে গত ২৪ জুলাই মো. সাইফুর রহমান মনিকে আহ্বায়ক ও আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ, মতিউর রহমান সরকার ও মো. সফিকুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ৩৭ সদস্যের নতুন একটি কমিটি অনুমোদন দেয় জেলা যুবলীগ।