সোমবার বিকাল ৩:৪৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

নবীনগর কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সরকারি মূল্যে ধান সংগ্রহ

বিভাগ অর্থনীতি, 30 July, 2019.

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর: ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে ছয়টি ইউনিযনের বিভিন্ন গ্রাম থেকে প্রন্তিক কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি মূল্যে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহের কার্যত্রুম ৩০ জুলাই  মঙ্গবার বিকালে কাইতলা উত্তর ইউনিয়নেরর মধ্য দিযে শেষ করা হয় ধান সংগ্রহের কার্যত্রুম নবীনগরের পূর্ব ছয় ইউনিয়নে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তাছলিমা আক্তার (ভারপ্রাপ্ত কর্মকর্তা এল.এস.ডি নবীনগর)। এতে শতশত প্রকৃত কৃষক লোকসানের হাত থেকে রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা এল.এস.ডি নবীনগর তাসলিমা আক্তার এবং নবীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রতক মোঃ সামছুল হুদা, আজ কাইতলা দক্ষিন ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ ও কাইতলা উত্তর ইউপি উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীমের সহযোগীতায় ধান সংগ্রহ কার্যত্রুম তালিকাকৃত অনুযায়ী কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করে। এসময় উপস্থিত ছিলেন কাইতলা দক্ষিন ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামীরীগনেতা কাজী ফৈরদৌস, উপজেলা যুবলীগের সহসভাপতি জায়েদুল ইসলাম লিটন, ইউপি সচিব মোঃ মোবারক হোসেন, ইউপি সদস্যগন প্রমুখ। উপস্হিত কৃষকরা এ সময় বলেন আমরা অনেক খুশি, ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে। আমরা আরো উৎসাহিত হব কৃষি কাজের জন্য।