সোমবার সকাল ৯:২৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়

বিভাগ ফিচার, 12 August, 2019.

এভরিনিউজ রিপোর্ট: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে এভরিনিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ আগস্ট ২০১৯, সোমবার। ২৮ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ। ১০ জিলহজ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ksrm

ঘটনা

১৬৭৬- নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

১৭৬৫- মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।

১৮৭৭- টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।

১৮৯৮- যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।

১৯০১- বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯০৮- বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়। একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্তহত্যা করার জন্যে বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ নারীর মৃত্যু হয়। একজনের নাম মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেফতার হন এবং দুজন নারীকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী করেছিল।

১৯২২- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।

১৯২৬- ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৪৪- জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।

১৯৫৩- সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।

১৯৬০- প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৭৮- জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রীচুক্তি সই হয়।

১৯৮৫- জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী প্লেন ওগুরা পর্বতে বিধ্বস্থ হয়ে ৫২০ জন নিহত হন।

জন্ম

১৮৫১- লোককবি পাঞ্জু শাহ।

১৮৬৬- নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।

১৮৭৭- বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।

১৮৮০- ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।

১৮৮৭- অস্ট্রীয় পদার্থবিদ এর‌উইন শ্রোডিঙ্গার।

১৮৯৫- বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু

১৬০২- আকবরের সভাসদ আবুল ফজল ইবনে মুবারক।

তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। তিনি আবুল ফজল, আবুল ফদল ও আবুল ফদল আল্লামি নামেও পরিচিত। তিনি তিন খণ্ডে রচিত আকবরের রাজত্বকালের সরকারি ইতিহাসগ্রন্থ আকবরনামা ও উক্ত গ্রন্থের তৃতীয় খণ্ড আইন-ই-আকবরি-এর রচয়িতা এবং বাইবেলের ফার্সি অনুবাদক।

আবুল ফজল যুবরাজ সেলিমের সিংহাসনে আরোহণের বিরোধিতা করেছিলেন। এ কারণে সেলিমের ষড়যন্ত্রে নারওয়ারের কাছে সরাই বীর ও অন্ত্রীর মধ্যবর্তী কোনো এক স্থানে বীর সিংহ বুন্দেলার হাতে তিনি নিহত হন। তার ছিন্ন মস্তক এলাহাবাদে সেলিমের কাছে পাঠানো হয়েছিল।

১৮২৭- ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।

১৮৪৮- স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।

১৯৫৫- নোবেলজয়ী জার্মান লেখক টমাস মান।

১৯৬০- সংগীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরানী।

২০১০- বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।