সোমবার সকাল ১০:১০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বিভাগ অর্থনীতি, 18 September, 2019.

স্টাফ রিপোর্টার আখাউড়া: বিশ্বকর্মা পূজা উপলক্ষে ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকিবে।অন্যদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যকর্ম বন্ধ থাকিবে। তবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকিলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকিবে।এ ছাড়া সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কষ্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকিবে বলে জানিয়েছেন কাস্টম’স ও বন্দর কর্তৃপক্ষ।আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন সাহা সাংবাদিকদেরকে বলেন, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে বাংলাদেশ মাছ আমদানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়ে ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানায়।২১ সেপ্টেম্বর সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা সাংবাদিকদের বলেন , বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ সাংবাদিকদেরকে বলেন , বিশ্বকর্মা পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।