সোমবার দুপুর ১২:৩৭, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

মা হচ্ছেন ওলিজা, নানা হচ্ছেন ডিপজল

বিভাগ বিনোদন, 10 November, 2019.

বিনোদন রিপোর্ট: চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকন্যা ওলিজা মনোয়ারের ঘরে আসছে নতুন অতিথি। প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

১০ নভেম্বর রোববার স্বামী অর্পণের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে সুখবরটি ওলিজা নিজেই জানিয়েছেন। লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌।’ ছবিতে ওলিজার বেবি বাম্পও দেখা যাচ্ছে।

এদিকে নানা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডিপজল। নতুন অতিথির জন্য তিনি অনেক আনন্দ নিয়ে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন।

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ। নানা সময় এ দম্পতি দেশ-বিদেশ ঘুরে বেড়ান এবং সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন ফেসবুকে।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক শেষ করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে তিনি পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন ওলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি।