সোমবার রাত ১১:৪২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

টি টোয়েন্টিতে নতুন এক রেকর্ড স্পর্শ করলো বাংলাদেশ

বিভাগ খেলা, 11 March, 2020.

স্পোর্টস রিপোর্ট: প্রথম ম্যাচে ৫৯ রানের পর দ্বিতীয় ম্যাচেও ৬০ রান করা লিটন দাসের ব্যাটিংয়ের দাপুটে দুই ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করলো টাইগার বাহিনী। টি টোয়েন্টিতে ধবল ধোলাইয়ের মাধ্যমে নতুন এক রেকর্ড স্পর্শ করলো বাংলাদেশ। এর ফলে কোন সিরিজে তিন ফরম্যাটেই প্রতিপক্ষকে ধবল ধোলাইয়ের স্বাদ পেলো বাংলাদেশ।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে সফরকারি জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলার সামলে ধুকতে থাকে শন উইলিয়ামসের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সামনে লক্ষ্য দেয় ১২০ রানের। দুর্দান্ত ফর্মে থাকা টাইগাররা এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ২৫ বল হাতে থাকতেই ৯ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

জয়ের ধারা অব্যহত রেখে ৪৫ বলে ৮টি চারের মাধ্যমে ৬০ রান করেন লিটন। এদিকে ৩৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। এরপর ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার ম্যাচটাকে সহজ করতে ১৬ বলে ২ ছক্কায় ২০ রান করলে জয় পায় বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার জেতেন লিটন দাস।