সোমবার সন্ধ্যা ৭:২০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিসিবি কার্যালয়ে বিশেষ সেমিনার

বিভাগ খেলা, 21 March, 2020.

স্পোর্টস রিপোর্ট:  করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন আতঙ্কিত। যার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশেও সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বিসিবি।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২১ মার্চ শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এক বিশেষ সেমিনারের অয়োজন করে বিসিবি। এই সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চন্দন কুমার রায়।

সেমিনারটি ভাগ করা হয়েছিল দুই ধাপে। প্রথম ধাপের সচেতনতামুলক আলোচনায় উপস্থিত ছিলেন বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, বোর্ডের সিনিয়র গ্রাউন্ডস ম্যানেজার  সৈয়দ আব্দুল বাতেন, সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম-সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেয় বিসিবি’র গ্রাউন্ডসকর্মীসহ অন্যান্য কর্মীরা।

সেমিনারে করোনার বিস্তার, বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধের সচেতনতামুলক দিক নিয়ে আলোচনা করেন চন্দন কুমার রায়।  এরপর সেমিনারে উপস্থিত বিসিবি’র কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দেন।