মঙ্গলবার সকাল ১০:৫৩, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

দাগনভূঁঞায় ৪ ব্যবসায়ীর জরিমানা

বিভাগ আইন ও বিচার, 27 March, 2020.

স্টাফ রিপোর্টর ফেনীঃ ফেনীর দাগনভূঁঞায় উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখায় চার ব্যবসায়ীর ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামনগর ইউনিয়নের বটতলা বাজারের হৃদয় স্টোরের মালিক মো. ইকবাল হোসেনকে এক হাজার, ফারুক স্টোরের মালিক মোহাম্মদ হানিফকে তিন হাজার, আল-আমিন ট্রেডার্সের মালিক আল আমিনকে পাঁচ হাজার টাকা এবং দুধমুখা পশ্চিম বাজারের হুদন কফি শপের মালিক নুরুল হুদা হুদনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, করোনা প্রতিরোধে জারি করা নির্দেশনা যারা মানছেন না, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় দায়ে চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।