চলে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর
বিভাগ বিনোদন,
30 April, 2020.
বিনোদন রিপোর্টঃ বলিউড অভিনেতা ঋষি কাপুর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। গুরুতর অসুস্থ হলে বুধবার ২৯ এপ্রিল ভোরে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।
কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সেসময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি।