হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ঐশ্বরিয়া-আরাধ্য
বিনোদন রিপোর্টঃ অমিতাভ বচ্চন ও অভিষেকের পর এবার হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মেয়ে আরাধ্য।
শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে মা-মেয়েকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। শ্বশুর অমিতাভ ও স্বামী অভিষেকও একই হাসপাতালে ভর্তি রয়েছেন।
অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হন। প্রথমে অমিতাভ ও পরে অভিষেককে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বরিয়া এবং আরাধ্য হোম আইসোলেশনে ছিলেন। তবে সুস্থ রয়েছেন বচ্চন পরিবারের আরেক সদস্য অমিতাভপত্নী অভিনেত্রী জয়া বচ্চন। তার করোনা নেগেটিভ প্রথম থেকে।
জলসাসহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো মুম্বাই করপোরেশন বা বিএমস সিল করে দেয়।
শুক্রবার সকালে অমিতাভ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেলে অভিষেকের সঙ্গে একটি ছবি পোস্ট করে করোনাকালে সবাই তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান এবং আশীর্বাদ চান।
ঐশ্বরিয়া ও আরাধ্যের করোনা পজিটিভ আসে গত রোববার ৯ জুলাই। এর একদিন আগে পজিটিভ হন অমিতাভ ও অভিষেক।