স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা-প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুমতি
বিভাগ খেলা,
10 August, 2020.
ঢাকা ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে ১০ আগস্ট সোমবার এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সাধারণ ছুটির সময় থেকে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রেখেছিল সরকার।