সোমবার সকাল ৮:৩৫, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

বিভাগ বিনোদন, 12 August, 2020.

বিনোদন রিপোর্টঃ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এটি ক্যান্সারের তৃতীয় মাত্রায় অবস্থান করছে এবং খুব শীঘ্রই চিকিত্সার জন্য এই অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন বলে জানা গেছে।

বুধবার ১১ আগষ্ট রাতে এ বিষয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গত শনিবার সন্ধ্যায় হঠাত্‍‌ অসুস্থ হয়ে পড়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, বুকে অস্বস্তি নিয়ে এদিন সন্ধ্যায় সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করে।

তিনি কোভিড সংক্রামিত কি না, নিশ্চিত হতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর RT-PCR টেস্টের জন্য অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়।