গাইবান্ধা গৃহকর্মী ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে
স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধায় গৃহকর্মী ধর্ষণের মামলায় ইউনুস আলী (৫০) নামে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক প্রদীপ কুমার রায় আসামির জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাইকোর্ট থেকে পাওয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ইউনুস আলী এর আগে দুপুরে ফের গাইবান্ধা আদালতে জামিন আবেদন করেন।
অভিযুক্ত ইউনুস আলী গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটী গ্রামে। তবে পরিবার নিয়ে গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ায় নিজ বাসায় বসবাস করেন তিনি।
উল্লেখ্য, বাসার কিশোরী গৃহকর্মীকে (১৫) ধর্ষণের অভিযোগে চলতি বছরের ৯ জুন রাতে গাইবান্ধা সদর থানায় ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেন কিশোরীর দাদি। এরপর থেকেই আসামি ইউনুস আলী পলাতক ছিলেন।