বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
বিভাগ আন্তর্জাতিক,
15 December, 2020.
আন্তর্জাতিক রিপোর্টঃ আফগানিস্তানে বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী নিহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলার আহত হয়েছেন আরো দুজন। আফগানিস্তান পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। তার গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়া ছিল। সেটি বিস্ফোরিত হয়েছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।