যুক্তরাষ্ট্র বন্দুক হামলা, ৩ জন নিহত
বিভাগ আন্তর্জাতিক,
27 December, 2020.
আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৬ ডিসেম্বর শনিবার একটি বোলিং এলেতে চালানো এই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। হামলার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মার্কিন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইলিনয়েস রাজ্যের রকফোর্ড শহরের পুলিশ প্রধান ড্যান ও’সিয়া বলেন, এই হামলার বিষয়ে তদন্ত চলছে। আমরা একজনকে আটক করেছি।
এর আগে গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।