মহারাষ্ট্রে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু
বিভাগ আন্তর্জাতিক,
9 January, 2021.
আন্তর্জাতিক রিপোর্টঃ ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে ১০টি নবজাতকের মৃত্যু হয়েছে।
৯ জানুয়ারি শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শুক্রবার ৮ জানুয়ারি দিনগত রাত ২টায় মহারাষ্ট্রের ভানদারা ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালের অসুস্থ নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এসএনসিইউ) অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০টি নবজাতকের মৃত্যু হয়।
এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি একটি ‘হৃদয় বিদারক দুর্ঘটনা’।
মুম্বাই থেকে ৯শ’ কিলোমিটার দূরে অবস্থিত চারতলা ওই হাসপাতালের এসএনসিইউতে ১৭টি নবজাতক ভর্তি ছিল।
আগুন লাগার পর ৭টি শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কী, সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
তবে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।