মঙ্গলবার সকাল ৬:০৭, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইন্দোনেশিয়া ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ১২

বিভাগ আন্তর্জাতিক, 10 January, 2021.

আন্তর্জাতিক রিপোর্টঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দুই দফায় ভূমিধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা ১০ জানুয়ারি রবিবার এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগ পশ্চিম জাভা প্রদেশের। ইতোমধ্যে দেশটির সেনা ক্যাপ্টেইন উদ্ধার অভিযানে শনিবার বিকালে যায়। এরপরে সেখানে সন্ধ্যা নাগাদ আরও ভুমিধসের ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভুমিধসে একটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে। এছাড়া এতে বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালায় তবে তাদের জরুরি ভিত্তিতে ভারী ইঞ্জিনের যন্ত্র লাগতো।

দেশটির জাতীয় দুর্যোগ মিটিগেশন এজেন্সির মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, প্রথম ভুমিধস ভারী বৃস্টিপাত এবং মাটির অবস্থানের কারণে ঘটেছে।

ওই গ্রামের দামেরিয়া শিহোমবিং নামে এক নারীর ভাষ্য, ভূমিধসের সময় তার বাবা, মা চাচা চাচী বাড়িতে ছিলেন, তাদের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে দেশটিতে গতকাল ৬২ আরোহী নিয়ে এক বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাদের সবাই নিহত হয়েছেন।