মঙ্গলবার ভোর ৫:১৩, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইরাকে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩২, আহত ১১০

বিভাগ আন্তর্জাতিক, 21 January, 2021.

আন্তর্জাতিক রিপোর্টঃ ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।

দুটি হামলাই হয়েছে আল-তাইয়ারান স্কয়ারের অদূরে ‘বাব আল-শারজি’ এলাকায়।

২১ জানুয়ারি বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার বাগদাদের প্রাণকেন্দ্রে একটি ব্যস্ত সড়কে বিরল এ জোড়া হামলার ঘটনা ঘটে।

কয়েক মাস শান্ত থাকার পর হঠাৎ এমন ঘটনা ঘটলো।

বাগদাদ অপারেশনস কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজযাভি ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেছেন, তাইয়ারান স্কয়ারের কাছে ‘বাব আল-শারজি’ এলাকার ব্যস্ত মার্কেটে এ ‘জোড়া বিস্ফোরণের’ ঘটনা ঘটে।

দেশটির মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।