সোমবার সন্ধ্যা ৭:০০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

সালমা-রুমানাদের অন্তর্বর্তীকালীন কোচ শাহনেওয়াজ শহীদ

বিভাগ খেলা, 28 February, 2021.

স্পোর্টস রিপোর্টঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটসম্যান শাওনেওয়াজ শহীদ।

২৮ ফেব্রুয়ারী রোববার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী।

আসন্ন বাংলাদেশ গেমস এবং দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজে নারী দলের দায়িত্বে থাকবেন এই সাবেক মিডল-অর্ডার ব্যাটসম্যান। এর আগে তিনি বিসিবির অ্যাকাডেমি প্রাঙ্গণে একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন।

আগামী ২৮ মার্চ ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। এর আগে বাংলাদেশ গেমসে ৩ দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে ওয়ানডেতে রূপান্তর করতে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিসিবি, যাতে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে নাদেল চৌধুরী একজন বিদেশি হেড কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে পারিবারিক কারণে শেষ মুহূর্তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হতাশা প্রকাশ করেন নাদেল চৌধুরী।