সোমবার দুপুর ২:১৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ

বিভাগ খেলা, 30 March, 2021.

স্পোর্টস রিপোর্টঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজও হারলো টাইগাররা। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারীরা।

নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শুরুতে কিউই ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে পারলেও পরবর্তীতে আর কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এর মধ্যে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর পুনরায় খেলা শুর হলে গ্লেন ফিলিপস ও ডারিল মিশেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৭.৫ ওভারে স্বাগতিকদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭৩ রানে। এরপর আবার বৃষ্টির কারণে খেলা স্থগিত করেন আম্পায়াররা।

পরে বৃষ্টি আইনে ১৬ ওভারে টাইগারদের সামনে ১৪৮ রানের টার্গেট দেওয়া হয়েছিলো। কিন্তু খেলা দুই ওভার গড়াতেই স্থগিত করেন ম্যাচ রেফারি। এরপর টাইগারদের টার্গেট বদলে ১৭০ করে দেন তিনি।

ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান লিটন দাস। পরে নিউজিল্যান্ডের বোলারদের উপর ঝড় তোলেন সৌম্য সরকার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করেন তিনি। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২৭ বলে ৫১ রান করে টিম সাউদির বলে বিদায় নেন তিনি। এর পর দ্রুত মোহম্মদ নাঈম (৩৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২১) ফিরে গেলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলতে পারে। ফলে ২৮ রানের জয় পায় স্বাগতিকরা।