বুধবার রাত ১২:৩৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

বিভাগ রাজনীতি, 26 November, 2022.

ঢাকা অফিস: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

২৬ নভেম্বর শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে ও গাজীপুরের সংসদ সদস্য (এমপি)।সভাপতিমণ্ডলীর সদস্য করার আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ছিলেন।

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন মেহের আফরোজ চুমকি। তাকে মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। আর তার জায়গায় মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের সাবেক এমপি জাহানারা বেগমকে।