আজ বিশ্ব এইডস দিবস
এভরিনিউজ রিপোর্টঃ আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। দেশে এইডস সংক্রমিত হয়েছেন ১৪ হাজার জন। এদিকে আক্রান্ত কম হলেও ঝুঁকি বেশি। পার্শ্ববর্তী দেশে ভারত ও মিয়ানমার এ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, দেশের ২৮ দশমিক ৫ শতাংশ নারীই এইডস বিষয়ে অবগত নন। এইডসের অন্তত একটি বাহক সম্পর্কে অবগত ৭১ দশমিক ৫ শতাংশ নারী। সবগুলো বাহক সম্পর্কে অবগত ৩৬ শতাংশ নারী।
বাংলাদেশে রিকশাচালকদের মধ্যে একটি গবেষণা চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে শতকরা ৯০ ভাগ লোক এইডস কীভাবে ছড়ায় তা জানেন না।
এইডস/এইচআইভি কী
হিউমেন ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস থেকে নাম হয়েছে এইচআইভি। এইচআইভি ইনফেকশনের কারণে কতগুলো লক্ষণ দেখা দেয়। সেগুলো হচ্ছে- জ্বর, ওজন কমে যাওয়া, ডায়রিয়া হওয়া, টিবি রোগ হওয়া।