সোমবার সকাল ১০:০৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

বিভাগ আন্তর্জাতিক, 22 May, 2023.

আন্তর্জাতিক রিপোর্টঃ ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।

স্থানীয় ময় ২২ মে  সোমবার ভোরে পশ্চিম তীরের নাবলুস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালায়। পরে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তখন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছেই।