মঙ্গলবার রাত ১০:৪১, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

মান্দা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 9 January, 2024.

স্টাফ রিপোর্টার নওগাঁ: জেলার মান্দা উপজেলার সাবাই এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে ড্রামট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

৯ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপভ্যান রাজশাহীর দিকে যাচ্ছিল।

পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রামট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে আরও দুইজনের মৃত্যু হয়।

ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো নিয়েছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।