মঙ্গলবার সকাল ৭:০২, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইল বিজিবি শীতবস্ত্র বিতরণ

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 14 January, 2024.

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সরাইল ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে সংগঠনের সভানেত্রী প্রধান অতিথি থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন ।এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, সংগঠনের সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বিজিবির একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন মানবতার কাজ করে থাকেন। এরই অংশ হিসেবে প্রতি বছরের মত এ বছরও শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।