সোমবার সকাল ৯:১০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

বিভাগ রাজনীতি, 24 February, 2024.

ঢাকা অফিস: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

২৪ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেলে এই বৈঠক হয়।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপট এবং কারাগারে থাকা বিরোধী দলের হাজার হাজার কর্মীর বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এ সম্পৃক্ততা চলমান থাকবে।

বৈঠকে আফরিন আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন  যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রপতির বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

মার্কিন প্রতিনিধি দলটি তিন দিন ঢাকা সফর করবে।