সোমবার রাত ৮:২৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

কুমিল্লা ট্রাকচাপায় শিশু নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 11 March, 2024.

স্টাফ রিপোর্টার কুমিল্লা: জেলার নাঙ্গলকোটে ট্রাকচাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

১১ মার্চ সোমবার দুপুরে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রবিন ভূঁইয়া (১১) গোহারুয়া গ্রামের জামাল ভূঁইয়ার ছেলে। সে মানিকমুড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, রবিন মাদরাসা থেকে এসে তার বাবার কাছে যাচ্ছিল। তার বাবা স্থানীয় মান্দ্রা বাজারের একটি বেসরকারি ব্যাংকের উপ-শাখার সিকিউরিটি গার্ড।

এ সময় গোহারুয়া বেপারী বাড়ির সামনে আসলে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটির চাকার নিচে পড়ে যায় তার মাথা।

চাকার চাপে ১০ হাত দূরে গিয়ে পড়ে মাথার খুলির অংশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেছেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ওই এলাকা থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।