মঙ্গলবার সকাল ৬:৩৫, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

গাজীপুর ২ বাইকার নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 10 May, 2024.

স্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

১০ মে শুক্রবার রাত ৯টার দিকে বাইমাইল এলাকার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জু সরকার (৪৫) ও হাসান (৪২)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম হামিদ মিয়া (৪০)।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ী এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন চান্দনা চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বাইমাইল এলাকায় ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মঞ্জু সরকার ও হাসানের মৃত্যু হয়।

এছাড়া হামিদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। হতাহতরা কোনাবাড়ী এলাকায় ব্যবসা করতেন বলেও জানান তিনি।