সোমবার দুপুর ১২:০৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিজয়নগর ২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 9 August, 2024.

স্টাফ রিপোর্টার, বিজয়নগর: সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৭০০ টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ২৫ বিজিবি। ৯ আগস্ট শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গত ৭ আগস্ট জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাকে অভিযান পরিচালনা করে অভিনব উপায়ে বালু বোঝাইকৃত ট্রাকের অন্তরালে আচ্ছাদিত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের লেহেঙ্গা ৭৩১ পিস, শাড়ি ৩৭০ পিস, মখমলের থান কাপড় ২ হাজার ১১৪ মিটার এবং উন্নতমানের থ্রি-পিস ২৬৩ পিস আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ২ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানী মালামাল বিজিবির হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।ও