সোমবার দুপুর ১২:৪৫, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত 

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 9 August, 2024.

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার: শ্রীমঙ্গলে মিনিবাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন – নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)।

জানা যায় এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মীরনগর এলাকায়।

হতাহত সবাই একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল।

এসময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আবু তাহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি এমন একটি দুর্ঘটনা গতকাল ঘটেছে। তবে আমাদের কাছে উদ্ধারের কোনো ফোন আসেনি। আমরা গত তিন ধরে ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছি।