সোমবার সকাল ৮:৪২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

পঞ্চগড় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 1 September, 2024.

স্টাফ রিপোর্টার পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইশা নামে এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

১ সেপ্টেম্বর রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইশা একই গ্রামের আমিনুর ইসলামের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে খেলা করছিলেন মাইশা। এরপর সবার অজান্তে কোনো এক ভাবে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান ও নিথর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।