সোমবার সকাল ৯:৩০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

রাজ্য শাসনের কল্পনা—-

বিভাগ ফিচার, 2 September, 2024.

এডঃ মোঃ মোজাম্মেল হক

রাজ্যের সব আজব কল্পনা আমার মস্তিস্কে ভীড় করে

স্বপ্নের ভান ডাকে রাজ মহারাজের মতো রাজ্য শাসনের

দুনিয়ার বিলাসবহুল অট্টালিকায় বসে তাম্র শাসনের কল্পনায় অবগাহন করি

কখনো বা যুদ্ধ জয়ের নেশায় মত্ত হয়ে পৃথিবীর এক প্রান্ত অন্য প্রান্তে ছুটে চলি

পাহাড় সাগর কিংবা বন্ধুর পথ পেরিয়ে কল্পনার গন্তব্যে ছুটে চলার স্বপ্ন যে কেবলি মিথ্যা মরিচীকা

ঢের পরে আমার জ্ঞান শক্তিতে বোধোদয় হয়

আমি যখন লোকালয়ে ছুড়ে ফেলি আমার কল্পনার গল্প

তখন অট্টহাসিতে মেতে উঠে অধিবাসীরা

চারপাশে অভুক্ত বেদনায় অজস্র মানুষের ক্রন্দন ধ্বনি আমাকে আহত করে না

নিপীড়িত মানুষের আর্ত চিৎকারে একবারও আমার সম্বিৎ ফিরে আসে না

অত্যাচারের পরাকাষ্ঠে বির্বন বেদনায় নিমজ্জিত প্রতিচ্ছবি দেখে আমি নির্বাক

আমাতে জাগে না কোন প্রতিবাদ কিংবা প্রতিরোধের কিঞ্চিৎ স্প্রীহা

আমি নাকি আবার রাজ্য শাসনের কল্পনায় বিভোর এক অদম্য নাবিক

তবুও কল্পনায় আঁকি হেমিলনের বাঁশিওয়ালার মতো এক অলৌকিক সুরের ঝংকারে

শহর নগর কিংবা গ্রামের জনতাকে বিপ্লবী চেতনায় ভাসিয়ে দিতে

চোখ মেলে দেখি বিপ্লবের আহবানে দলে দলে নগরের মানুষ পিছু নেয় আমার

আমি নাকি এখন মজলুমের প্রিয়জন প্রিয় নেতা

আমার আহবানে পথে ঘাটে জাগে আমজনতা।।